Hi Friends, here are 20 important questions and answers for you today. These questions will be very useful in all your Competitive Exam.
Hi Friends, আজকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ২০ টি প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছে। এই প্রশ্নগুলি আপনাদের সমস্ত Compititive Exam এ খুব কাজে লাগবে।
1. মনসব কথাটির অর্থ হল কি ?
( a ) ভূমিরাজস্ব
( b ) জমির মালিকানা
( c ) পদমর্যাদা
( d ) কোনওটিই নয়
উঃ – (C) পদমর্যাদা
2. কোথায় রাসবিহারি বসু প্রথম কেরানি হিসেবে নিযুক্ত ছিলেন ?
( a ) মিরাট
( b ) দেরাদুন
( c ) মুম্বই
( d ) দিল্লি
উঃ – (B) দেরাদুন
3. শিকাগাে ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে ?
( a ) 1893 সালে
( b ) 1894 সালে
( c ) 1895 সালে
( d ) 1897 সালে
উঃ – (A) 1893 সালে
4. নন্দবংশের প্রতিষ্ঠাতা হলেন কে ?
( a ) নাগদক
( b ) ধননন্দ
( c ) কালাশাক
( d ) মহাপদ্মনন্দ
উঃ – (D) মহাপদ্মনন্দ
5. পুরন্দরের সন্ধি হয়েছিল কত সালে ?
( a ) 1665 সালে
( b ) 1674 সালে
( c ) 1655 সালে
( d ) 1680 সালে
উঃ – (A) 1665 সালে
6. কোন বংশের সভাকবি ছিলেন সন্ধ্যাকর নন্দী ?
( a ) পাল বংশের
( b ) সেন বংশের
( c ) প্রতিহার বংশের
( d ) রাষ্ট্রকূট বংশের
উঃ – (A) পাল বংশের
7. রেলওয়ে বাের্ড গঠিত হয় কত সালে ?
( a ) 1915 সালে
( b ) 1910 সালে
( c ) 1905 সালে
( d ) 1920 সালে
উঃ – (C) 1905 সালে
8. বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত সালে ?
( a ) 1802 সালে
( b ) 1803 সালে
( c ) 1804 সালে
( d ) 1805 সালে
উঃ – (A) 1802 সালে
9. অমিত্রাঘাত নামে পরিচিত ছিলেন কে ?
( a ) কালাশােক
( b ) বিন্দুসার
( c ) বিম্বিসার
( d ) অজাতশত্রু
উঃ – (B) বিন্দুসার
10. সর্বাপেক্ষা কম সালােকসংশ্লেষ হয় কোন আলোতে ?
( a ) লাল আলােয়
( b ) কমলা আলােয়
( c ) নীল আলােয়
( d ) সবুজ আলােয়
উঃ – (D) সবুজ আলােয়
11. এডস এর কারণ কী ?
( a ) ভাইরাস
( b ) প্রােটোজোয়া
( c ) ব্যাকটেরিয়া
( d ) কোনটিই নয়
উঃ – (A) ভাইরাস
12. প্রাণিদের দীর্ঘতম কোষ কোনটি ?
( a ) রক্তকোষ
( b ) পেশিকোষ
( c ) যকৃৎ কোষ
( d ) স্নায়ুকোষ
উঃ – (D) স্নায়ুকোষ
13. প্রাকৃতিক নির্বাচন তত্ত্বটির প্রবক্তা কে ?
( a ) হলয়েন
( b ) মেন্ডেল
( c ) ডারউইন
( d ) হপারিন
উঃ – (C) ডারউইন
14. ভারতে কলা , সাহিত্য, সমাজসেবা ও বিজ্ঞানে কৃতিত্বের জন্য সর্বোচ্চ সম্মান কোনটি ?
( a ) ভারতরত্ন
( b ) পদ্মা পুরস্কার
( c ) গ্যালান্ট্রি পুরস্কার
( d ) কোনােটিই নয়
উঃ – (A) ভারতরত্ন
15. নিম্নলিখিতের মধ্যে কোনটি পৃথিবীর সবচেয়ে পুরানাে এবং গভীরতম স্বাদু জলের হ্রদ ?
( a ) টিটিকাকা
( b ) বৈকাল
( c ) চিল্কা
( d ) সুপিরিয়র
উঃ – (D) সুপিরিয়র
16. সার্ক ( SAARC ) কত সালে গঠিত হয়েছিল ?
( a ) 1978 খ্রিস্টাব্দে
( b ) 1948 খ্রিস্টাব্দে
( c ) 1985 খ্রিস্টাব্দে
( d ) 1960 খ্রিস্টাব্দে
উঃ – (C) 1985 খ্রিস্টাব্দে
17. ফুটবল খেলার মাঠে গােলপােস্ট দুটির মধ্যে দূরত্ব কত ?
( a ) 24 ফুট
( b ) 28 ফুট
( c ) 23 ফুট
( d ) 26 ফুট
উঃ – (A) 24 ফুট
18. ভারতের প্রথম লােকসভা স্পিকার কে ছিলেন ?
( a ) বলরাম জাখর
( b ) গণেশ বাসুদেব মাভলাংকার
( c ) রবি রায়
( d ) স্যার আশুতােষ মুখার্জি
উঃ – (B) গণেশ বাসুদেব মাভলাংকার
19. রাজ্যসভার চেয়ারম্যান কে হন ?
( A ) ভারতের উপরাষ্ট্রপতি
( B ) ভারতের রাষ্ট্রপতি
( C ) লােকসভার অধ্যক্ষ
( D ) কেউ নন
উঃ – (A) ভারতের উপরাষ্ট্রপতি
20. গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন ?
( A ) রাজেন্দ্র প্রসাদ
( B ) জওহরলাল নেহরু
( C ) আম্বেদকর
( D ) কেউই নন
উঃ – (A) রাজেন্দ্র প্রসাদ